পেকুয়ায় যুবলীগের সভাপতির বিরুদ্ধে মামলা

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ১:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

উজানটিয়া ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সাবেক উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় ছাত্রলীগ নেতা সাইদুর রহমান কাফি (২৫), রিয়াদ মার্শাল,আরফাত উদ্দিন (৪০), আলমগীর (২৫), মো: রকি (২৮)সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়।

মামলার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থানায় বাদীর লিখিত এজাহার নামীয় ৬ জনসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পেকুয়া থানা মামলা নং ১৭ তারিখ ১৬/২০২৫।

এজাহার সুত্রে জানা যায়, বিবাদীগণ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার। বাদী জামায়াত ইসলামী সংগঠনের কর্মী হওয়ায় বিবাদীগণ প্রায় সময় তাকে হত্যার হুমকি প্রদান ও মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানীসহ এলাকা ছাড়া করার চেষ্টা করিত। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ১নং বিবাদীর প্রত্যক্ষ হুকুমে বিবাদীগণ বাদীর দোকানে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে বাদীকে আহত করে নগদ অর্থ ও দোকানের প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সিএনজিচালক সমিতির সম্পাদক সেলিম গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দেনার ভার সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা