পেকুয়ায় মাতামুহুরি নদীতে ভাসছে কিশোরে লাশ

দেলওয়ার হোসাইন, পেকুয়া | মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদীতে ভাসছে কিশোরের লাশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে পেকুয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈকত পাড়া নামক স্থানে মাতামুহুরি নদীতে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পাওয়া যায়। এ সময় নদীর পাড়ে রাস্তায় একটি ব্যাটারিবিহীন টমটম গাড়ীও দেখতে পাওয়া যায়। টমটম গাড়ি চোর সিন্ডিকেট এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা।

পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য নৌ পুলিশে সহায়তা নেন। ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, স্থানীয়রা একটি লাশ মাতামুহুরি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আমার নেতৃত্বে পেকুয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে নৌ পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লাশের পরিচয় নিশ্চিত করে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার কফিল উদ্দিন বলেন, নিহতের নাম মোহাম্মদ মজিব (১৭)। সে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পেশায় ইজিবাইক (টমটম) গাড়ি চালক। তার পিতা দুবাই প্রবাসী।

নিহতের ভাই আবদুল আজিজ বলেন, গতকাল সন্ধ্যা ৭টায় তার সাথে মোবাইলে কথা হয়। সে তখন গাড়ী চালাচ্ছিল। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করি।

আজ ১২ টার দিকে খবর পাই মাতামুহুরি নদীতে তার লাশ ভাসছে। তিনি বলেন, বেশ কিছু দিন ধরে এলাকার কিছু চোর তার গাড়িটি চুরি করে লাশ গুম করবে বলে হুমকি দেয়। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও থানার অভিযানে চারজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় মিলেছে