সাগরে সব ধরণের মাছ ধরা, রেণু পোনা সংগ্রহের ওপর মৎস্য অধিদপ্তরের ৬৫ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরেও থেমে নেই সাগরের মাছ আহরণ ও রেণু পোনা সংগ্রহ।
একটি চক্র সাগরে বিহিন্দি জাল ফেলে মাছ ধরা অব্যাহত রাখে। দিনে সাগর থেকে পোনা সংগ্রহ করে গভীর রাতে গাড়ি যোগে পাচার করে আসছিল ওই চক্র। কুতুবদিয়া চ্যানেল হতে আহরিত চিংড়ি পোনা সংগ্রহ করে গাড়ি করে পাচারের সময় দুইজনকে আটক করে উপজেলা প্রশাসন।
এ সময় পোনা বহনকারী গাড়ি ও এক লক্ষ পাঁচ হাজার পিস চিংড়ি পোনা জব্দ করেন। রবিবার (৯ জুন) রাত ১১ টার দিকে পেকুয়া বাজার এসব পোনা ও গাড়ি জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, সাগরে সব ধরণের মাছ আহরণ ও মাছের রেণু সংগ্রহ নিষিদ্ধ থাকলেও একটি সিন্ডিকেট রাতে বিপুল পরিমান চিংড়ি পোনা পাচার করছিল।
খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৭ ব্যারেল চিংড়ি পোনা, সেখানে প্রায় এক লক্ষ পাঁচ হাজার পিস পোনা ছিল, পরিবহণকারী গাড়ি জব্দ করি। এ সময় পাচারের সাথে জড়িত দুইজনকে আটক করি।
আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত পোনা রাতেই মাতামুহুরি নদীতে অবমুক্ত করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ অফিসার অলিউর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।