কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমান পলথিন জব্দ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে পেকুয়া চৌমুহনী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা ইন্সপেক্টর মোঃ মুছাইবিল বীন রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ পলথিন মওজুদ রাখা ও বিক্রয় এর দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ১৫ (১) ৪ এর (খ) ধারায় পেকুয়া চৌমুহনী এলাকায় ভাই ভাই ষ্টোর কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে উপজেলার টইটং ইউনিয়নের আহাম্মদ নবির মালাকাধীন লাইসেন্সবিহীন ইটভাটায় বনাঞ্চলের কাঠ পোড়ানোর দায়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ এর ৫,৬ ধারা লংঘনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, অবৈধ ইট ভাটা ও নিষিদ্ধ পলথিন বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিপুল পলথিন জব্দ ও জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধে ব্যবসায়ীদের সর্তক করার পাশাপাশি উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।