পেকুয়ায় ফুটবল খেলতে গিয়ে সাপের দংশনে কিশোর আহত

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় সাপের দংশনে এক কিশোর আহত হয়েছে। শনিবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বকসুচৌকিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোর আরমান (১৪) ওই এলাকার আজগর আলীর ছেলে।

আহত কিশোরের মা জানান, সন্ধ্যায় গ্রামের বিলে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিল আরমান। আসার সময় বিলের সরু রাস্তা (আইল) দিয়ে হাটার সময় পায়ে সাপে কামড়ে ধরে। এ সময় আরমান পা ঝাড়া দিলে সাপটি পড়ে যায়। এ সময় সাপে কাটা স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

আহত কিশোরকে উদ্ধার করে স্বজনরা তাৎক্ষণিক পেকুয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মোজাম্মেল হোসেন চৌধুরী জানান, এটি দেশীয় প্রজাতির সাপ, তেমন বিষধর সাপ নয়, তবে রাসেলস ভাইপার নয়। রোগীকে অ্যান্টিভেনম দেয়া হয়েছে। রোগী এখন শঙ্কামুক্ত।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সাপে কাটা কিশোরকে আমার পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছি। তিনি বলেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মওজুদ রয়েছে।

তিনি সাপ নিয়ে আতংকিত না হয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধআল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরীর ইন্তেকাল