পেকুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ১২ এপ্রিল, ২০২৪ at ৭:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক গড়ে ধর্ষণের অভিযোগে এক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো: আরকান (২৩)। সে পেকুয়া থানার মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এবাদুল্লাহ পাড়ার জিয়াবুল করিমের পুত্র।

ধর্ষণকারীর বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে পেকুয়া থানয় নারী শিশু নির্যাতন দমন আইন ৭/৯(১) ধারায় মামলা দায়ের করে।

বাদীর দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ দুই বছর যাবৎ ভিকটিমের সাথে বিবাহ করার কথা বলে প্রেম করে আসছিল যুবক আরকান।

বিভিন্ন সময় ভিকটিমের সাথে মোবাইলে কল ও ভিডিও কলে আলাপচারিতা হতো। তারই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল ভিকটিমকে বিবাহ করার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক বলাকা নামক বাসে করে কক্সবাজারের এক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে উক্ত তারিখে রাত সাড়ে ৯টার সময় আবার বলাকা নামক গাড়িতে করে পেকুয়ায় নিয়ে আসে। সে সময় পেকুয়া বাজারের পশ্চিম পার্শ্ব থেকে প্রতিবেশিরা ভিকটিমকে তার কবল থেকে উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পেকুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামমিকে আদালত প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর দক্ষিণ তীরে পুরোদমে চলছে বর্ষবরণের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বাইকের পেছনে বাসের ধাক্কা, ২ কিশোরের মৃত্যু