পেকুয়ায় দুই যুবলীগ নেতাকে কু’পিয়ে জখমের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ৮:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় দুই যুবলীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখমের ঘটনায় পেকুয়া থানায় মামলা রুজু হয়েছে। উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি হিরাবুনিয়াপাড়ার আবদুল হাকিমের ছেলে মো. শাহনেওয়াজ বাদী হয়ে গত ২৪ মার্চ পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন-হিরাবুনিয়াপাড়ার আবু বক্কর, তার ভাই আবদুল মালেক প্রকাশ ভূট্টো, রমিজ উদ্দিন, আবদু শুক্কুর, মো. টিপু, মো. ইসমাইল, জাহাঙ্গীর আলম প্রকাশ চান্দু, নাছির উদ্দিন ও কামাল হোসেন।

এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর আলম ওরফে চান্দুকে গ্রেপ্তার করে। পেকুয়া থানা পুলিশ রাজাখালী ইউনিয়নের সিকদারপাড়া ষ্টেশন থেকে গত মঙ্গলবার ২৬ মার্চ রাত ১০ টার দিকে মামলার ৮নং আসামি হিরাবুনিয়াপাড়ার মৃত ফজল হকের পুত্র জাহাঙ্গীর আলম প্রকাশ চান্দু (৪৯) কে গ্রেপ্তার করে।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, গত ২২ মার্চ টইটং ইউনিয়নের হিরাবুনিয়াপাড়ায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আমান উল্লাহ, তোফাইল ও শাহ জামালকে পুর্ব শত্রুতার জেরে আসামিরা কুপিয়ে জখম করে। একই ঘটনায় শাহানা বেগম নামের এক নারীকেও আঘাত করা হয়। ঘটনার দুইদিন পরে হামলাকারীরা হুমায়ন নামের আরেক ব্যক্তিকেও প্রকাশ্যে কুপিয়ে জখম করে। আহত আমান উল্লাহ ও তোফাইল উদ্দিন স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, মামলা রেকর্ড হয়েছে। একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ চোর গ্রেফতার
পরবর্তী নিবন্ধইফতারি নিয়ে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু