পেকুয়ায় টিউবওয়েল নিয়ে মারামারিতে নিহত ১

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

টিউবওয়েল নিয়ে মারামারিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ২ দিন পর পেকুয়ায় জাকের হোসেন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮ টার দিকে চমেক হাসাপাতালে মারা যান তিনি। প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজন জানান, বুধবার রাত ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি জয়নালের বাড়ীর সামনে একদল দুুর্বৃৃত্ত একই এলাকার জাকের হোসেনের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হলে প্রথমে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। নিহত জাকের হোসেন মিয়া হরিনাফাঁড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এদিকে জাকের হোসেন মিয়া জখম হওয়ার পরদিনই তার স্ত্রী নাহারু বেগম বাদী হয়ে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন সহ ১৪ জনকে আসামি করা হয়। নিহতের স্ত্রী নাহারু বেগম জানান, গত মাসখানেক আগে পটিয়ায় নলকূপ স্থাপন কাজে যায় হরিনাফাঁড়ি এলাকার জনৈক মনির উদ্দিনসহ ৫জন ব্যক্তি। তাঁরা সদর ইউনিয়নের মেহেরনামা বাজার পাড়া এলাকার টিপু সোলতানের টিউবওয়েল স্থাপন কাজে শ্রমিকের কাজ করতেন। বকেয়া বেতনের টাকার লেনদেন নিয়ে তাদের সাথে টিপুর বাকবিতন্ডা হয়। এর জেরে টিপুর টিউবওয়েল স্থাপনের কিছু যন্ত্রপাতি জব্দ করে রাখে মনির, সরফরাজ, পুতু, তারেক, মানিক ও মিরাজ। নিহত জাকের টিপুর পক্ষ হয়ে মনির গংদের সাথে বিরোধে জড়ান। এর জেরে তাকে কুপিয়ে আহত করা হয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে জেলে পাড়ায় আগুন, জাল ও দোকানসহ ১০ স্থাপনা পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধবাসের লাইটবক্সে ৬ হাজার ইয়াবা