পেকুয়ায় টমটমের ধাক্কায় বৃদ্ধ নিহত

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ১১:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার (২৩ জুন) রাত ৮টায় বানৌজা শেখ হাসিনা সাব মেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী হাসেম ফকির দরগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ মোঃ ইসহাক (৭৫) কুতুবদিয়া কইয়াবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের তইজার পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় বেলাল উদ্দিন জানান, বৃদ্ধ ইসহাক আমার সম্পর্কে নানা হন। তিনি আমার বাড়িতে বেড়াতে আসছিলেন।

মাগরিবের নামাজের পর রাস্তা পার হওয়ার সময় পেকুয়া বাজার হতে আসা মগনামামুখি টমটম তাকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত আহত হয়ে দুর্ঘটনাস্থলে মারা যান।

নিহত বৃদ্ধ মোঃ ইসহাকের ছেলে কিন্ডারগার্টেনের শিক্ষক রিয়াজ উদ্দিন বলেন, আমার বাবা পেকুয়ায় ভাতিজীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি রাস্তা পারাপারের সময় টমটমের ধাক্কায় আহত হয়ে দুর্ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আমি আমার বাবার একমাত্র ছে।লে আমার বাবা বয়োবৃদ্ধ লোক। আমরা কোন প্রকার মামলা মোকদ্দমা করতে রাজি নয়।

পূর্ববর্তী নিবন্ধওসিকে কনুই দিয়ে ধাক্কা, সেই এএসআই সন্তু শীল চাকরিচ্যুত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ত্রাণের চাল আত্মসাতের অ‌ভি‌যোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা