কক্সবাজার পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রুপালী বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আমজাদ (৪০), মো. হোছেন (৫৫), মিনা আক্তার, বেলাল উদ্দিন, আবুল কালাম ও আলমগীর। গুলিবিদ্ধ আলমগীর ও আমজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার এলাকার মিনহাজ উদ্দিন গং ও মালেকপাড়া এলাকার ফরহাদ গংদের সঙ্গে লবণ চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপক্ষের মধ্যে এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। গতকাল সকালে ফরহাদ গংদের চাষি আলমগীর লবণ চাষাবাদের জন্য জমিতে গেলে মিনহাজ উদ্দিন গংয়ের লোকজন তার ওপর হামলা করে। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় প্রায় ১০ রাউন্ড ছররা গুলি বর্ষণ করা হয়। আহতরা অধিকাংশ ছররা গুলিবিদ্ধ ও ধারাল কিরিচের আঘাতে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ, চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ বিষয়ে মিনহাজ উদ্দিন বলেন, বিরোধীয় জমি আমাদের পৈত্রিক সম্পদ, এতে আমাদের বসতবাড়ি রয়েছে। মালেক পাড়ার ফরহাদ গং আমাদের পৈত্রিক বসতবাড়ি বাড়ি জবর দখলে করতে অস্ত্রধারীদের নিয়ে হামলা চালায়। অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মহিলাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ সময় তারা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়।
ফরহাদ ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিরোধীয় জমির মালিক আমরা, সকল ডকুমেন্টস রয়েছে। তারা প্রভাব খাটিয়ে জবর দখল করতে আমাদের চাষিদের উপর গুলিবর্ষণ করে এতে আমাদের ইজারাদার আলমগীরসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়।
ঘটনার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।