পেকুয়ায় কবির চৌধুরী স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:৫৮ পূর্বাহ্ণ

পেকুয়ায় আলহাজ মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা সম্প্রতি রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্মৃতি বৃত্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ। বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি এ, জে এম গিয়াস উদ্দিন চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন চবি প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রফেসর ড. আনোয়ার সাঈদ, এ টি এম শামসুদ্দীন চৌধুরী। পেকুয়া উপজেলায় শিক্ষা ও সমাজ সেবায় যাদের সবচেয়ে বেশি অবদান ছিলেন তাদেরকে উক্ত অনুষ্ঠানে গুণীজন হিসাবে সংবর্ধিত করা হয়। অন্যদিকে আলহাজ মোহাম্মদ কবির চৌধুরীর স্মৃতি নতুন প্রজন্মের কাছে ধরে রাখার জন্য উনার নামে ২০২২ সাল হতে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। বিগত ২০২৪ সালে উক্ত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন কৃতী শিক্ষার্থীদেরকে ট্যালেন্ট ও সাধারণ ক্যাটাগরীতে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ টাকা, ক্রেস্ট, সনদ ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক আলহাজ এ. এম. শাহজাহান, আলহাজ নূরুল ইসলাম,এইচ এম বদিউল আলম, ছালেহ আহমেদ, মাওলানা আশরাফ আলী, রুহুল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাজী বাদশা মিয়ার জানাজা সম্পন্ন, বিএনপির শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধচকবাজারে স্কুল শিক্ষকদের মাঝে সবজি বিতরণ