পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে লোহাগাড়া ফুটবল একাদশ টাইব্রেকারে মাতামুহুরী খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। লোহাগাড়া ফুটবল একাদশ: রাসেল, মিঠুন, কায়সার, ফয়সাল, মারুফ, রাসেল, রাজিব, মামুন, পারভেজ, সাহেদ, বিপ্লব। মাতামুহুরী খেলোয়াড় সমিতি: হিরো, নাসির, মোস্তফা, মুবিন, রবি, রুবায়েত, বেলাল, বিদেশি খেলোয়াড় জন এনাস, জিকু, লিংকন ও খ্যাচি। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বিটু রাজ বড়ুয়া, বোরহান উদ্দিন, সায়েদ, জাহাঙ্গীর ও মুনির উদ্দিন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. ছফওয়ানুল করিম এতে সভাপতিত্ব করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন মাতা মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সহসভাপতি ডাক্তার আব্দুল মাবুদ সিদ্দিকী, ছাবের এম ইউপি, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফ দুলাল, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান নুরুল আলম জিকু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, শোয়াইবুল ইসলাম সবুজ, আশরাফুল ইসলাম খিজির। এতে উপস্থিত ছিলেন মাস্টার মো. ইব্রাহিম, হাসান মাহমুদ রেজাউল করিম, ইমরুল হাসান হান্নান, আবু হানিফ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে বৃহত্তর সিএন্ডএফ এজেন্টস ঐক্য পরিষদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ইয়ুথ দাবা টুর্নামেন্টের বাছাই প্রতিযোগিতা আজ