পেকুয়ায় আওয়ামী লীগ নেতার গোয়ালঘর থেকে উদ্ধার হল অস্ত্র ও গুলি

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

পেকুয়ায় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার গোয়ালঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলেকদিয়াকাটা এলাকায় পুলিশ এ অভিযান চালায়। এসময় নিজ ঘর থেকে গ্রেপ্তার হন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন মনু (৩৮)। তিনি আলেকদিয়া কাটা এলাকার মৃত কবির আহম্মদের পুত্র।

পেকুয়া থানা পুলিশের এসআই পল্লব ঘোষ ও এএসআই শাহিন খন্দকারের নেতৃত্বে পরিচালিত বিশেষ এ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পাশাপাশি তার দেওয়া স্বীকারোক্তি মতে গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজিসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলেকদিয়া কাটা এলাকায় একজন অস্ত্রধারী আত্মগোপনে রয়েছে এমন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মনুর বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় জমি দখলবেদখল কাজে অস্ত্রধারী হিসেবে কাজ করে জনমনে আতংক সৃষ্টি করত। এক প্রশ্নের জবাবে ওসি জানান, রাজনৈতিক কার্যক্রম স্থগিত হওয়ার পর আওয়ামী লীগ ওই এলাকায় কোনো নাশকতার পরিকল্পনা করছে কিনা তা ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে এবং যেকোনো নাশকতা দমনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবির্ভাব’র উদ্যোগে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্রসহ যুবক আটক