পেইন্টিং

সৈয়দা করিমুননেসা | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

বেদনা থেকে ছবি। পেইন্টিং! প্রিয়তম কষ্টের রঙ নীল। সবুজ হলুূদ নানা রঙের ঢঙ আমার ভালো লাগে। সাদাকালো রঙ তোমায় কাবু করে। সাদাকালো না আমি দেখি আলোছায়া। মাঝখানে ধূসর মেঠোপথ। ডায়মেনশন বিষয়টা অনুধাবন করতে পারতাম না। যদি না শিল্পের ছাত্র হতাম। কে বলে আমি বৈপরীত্য ভালোবাসি! পাহাড়ে উঠতে উঠতে মেঘ ছুয়েছো!আর মেঘের উপর আমি বানায় কৌঠাবাড়ি। বৃষ্টি বজ্রপাত কোনটায় কাবু করতে পারবেনা। সাদায় যদি সুন্দর নাহতো তবে হাস্নুহেনা, বেলি, কামিনী এতো সুঘ্রাণ হতো না। রঙিন ফুলে এতো সুঘ্রাণ থাকেনা।রঙ দিয়ে ফুলগুলো কাবু করে। আর সুঘ্রাণ দিয়ে মোহিত করে সাদা ফুল প্রখর সূর্য কমলা,হলুদ আলোআলোর তীব্রতার বিপরীতে কালো। কালো যদি সুন্দর না হতো তবে রাত কে ভালোবাসতে পারতাম না। কালোর মাঝে ধূসর রেখা। চাঁদ ভয়ানক সুন্দর হতো না। বন্ধু হয়ে আসতো না ঝলমলে তাঁরারা। নক্ষত্রের মতো সুন্দর। জলজলে আলোর মতো রাজপুত্রের সন্ধান পেতামনা। বিদায় পেইন্টিং কষ্ট দিতে চায় না। সুন্দর ভালো দিয়ে ভরে যাক সবকিছু। শূন্য খাতায় তাই পূর্ণ আবেগ লিখি!

পূর্ববর্তী নিবন্ধচবি ক্যাম্পাসের দোরগোড়ায় ঐতিহাসিক পঞ্চম সমাবর্তন
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে