পেঁয়াজের ঝাঁজ বেড়েছে

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৮:১৯ অপরাহ্ণ

পাইকারি ও খুচরা উভয় বাজারেই বেড়েছে পেঁয়াজের দাম।

এক সপ্তাহের ব্যবধানে রান্নায় বহুল ব্যবহৃত এ উপকরণটির দাম বেড়েছে কমপক্ষে ১০ টাকা।

গত কয়েক মাস ধরেই পেঁয়াজের দাম ওঠা-নামা করছিল।

আজ শুক্রবার(২৪ জুন) রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দেখা যায়, দেশি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে যা আগের সপ্তাহেও ছিল ৩৫-৪০ টাকা।

বাজারে অল্পস্বল্প আমদানি করা পেঁয়াজ থাকলেও সেগুলো বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। গত সপ্তাহে ৪৫-৫০ টাকা দিয়েও আমদানি করা পেঁয়াজ কেনা গেছে।

বিক্রেতারা বলছেন, বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ না থাকায় হঠাৎ করে দাম বেড়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় এবং বন্যার কারণে দাম বেড়েছে বলে জানায় তারা।

দেশের পেঁয়াজ চাষীদের স্বার্থের কথা বিবেচনা করে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি সরকার।

পূর্ববর্তী নিবন্ধকরোনা বাড়ছেই
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু