সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি পাহাড়ে পেঁপে বাগানের আড়ালে করা হচ্ছিল গাঁজার চাষ। এজন্য মো. আলাউদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে।
গ্রেফতার মো. আলাউদ্দিন একই থানার উত্তর বাঁশবাড়িয়া কাজীপাড়ার মো. কবির আহামদের ছেলে। বাংলানিউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, “পেঁপে বাগানের আড়ালে গাঁজা চাষ করছিল আলাউদ্দিন। অভিযান চালিয়ে ৩৬টি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।”