সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি পাহাড়ে পেঁপে বাগানের আড়ালে গাঁজার চাষ করায় গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মো. আলাউদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলাউদ্দিন একই থানার উত্তর বাঁশবাড়িয়া কাজীপাড়ার মো. কবির আহামদের ছেলে। খবর বাংলানিউজের।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, পেঁপে বাগানের আড়ালে গাঁজা চাষ করছিল। অভিযান চালিয়ে ৩৬টি গাঁজা গাছসহ মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।