পৃথিবী হোক বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ

আয়েশা সিদ্দিকা হ্যাপি | সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

যেমন পুরো পৃথিবী জয় করার কারণ হিসেবে ভূমিকা রাখতে পারে তেমনি একমুহূর্তে পরিবার ছাড়া যদি পৃথিবীতে কোনো বন্ধন অতি মৃল্যবান হয় সেটা হচ্ছে বন্ধুত্বের বন্ধন। যার কাছে হার মানতে বাধ্য অতি মূ্‌ল্যবান কিছু কাছের সম্পর্কও। একজন বন্ধু নিজের সবকিছু শেষ করার কারণ হিসেবে ভূমিকা রাখতে পারে। যেমন মনোবল তৈরি করে দিতে পারে তেমনি আবার ভেঙেও দিতে পারে। যার কারণে আমাদের সবসময় সতর্ক থাকতে হয় একটা বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে। বন্ধু ছাড়া আমরা কখনো সফল হতে পারবো না। জীবনের চলার পথে এগিয়ে যেতে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো বন্ধুর সাহায্য দরকার হয়। নিজের জীবনকে আনন্দময় করে তোলার জন্য বন্ধু একান্তই প্রয়োজন তবে ভুল মানুষের সাথে নয়। ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর জন্য, নিজেকে বুঝতে পারার জন্য, মনের মতো একটু সময় কাটানোর জন্য, গল্প করার জন্য হলেও বন্ধুত্ব প্রয়োজন। বন্ধু থেকে শিখা যায় জীবনের আসল মানে। একজন ভালো বন্ধু হতে পারে সুন্দর জীবনের সুখের উপকরণ এনে দিতে পারে হাজার নাপাওয়ার তৃপ্তি। তাই বন্ধুত্ব তৈরি করতে হবে, বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকতে হবে, বন্ধুকে গুরুত্ব দিতে হবে, ভালোবাসতে হবে বন্ধুকে বন্ধু হয়ে নিঃস্বার্থ ভাবে। তাহলেই আমরা হব সফল তৈরি হবে বন্ধুর মতো বন্ধু। বেঁচে থাকুক পৃথিবীতে বন্ধু নামক পবিত্র সম্পর্কটা। পৃথিবী হোক বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধআসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই
পরবর্তী নিবন্ধএকাকিত্ব কখনোই সুন্দর ও আনন্দদায়ক নয়