‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’-এই প্রতিপাদ্য নিয়ে গত ১৭ জুন বিকালে নগরীর শুলকবহর ওয়ার্ডের চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন বিজয়কেতনের উদ্যোগে বিভিন্ন ধরনের ঔষধি ও ফলদ গাছ লাগানো হয়। সংগঠনের সভাপতি নুর নাহার ফুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়া দাশ চায়নার সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচির আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর ও বিজয়কেতনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মো. মোরশেদ আলম। তিনি বলেন, বৃক্ষ আমাদের প্রকৃতি ও জীবনধারার সাথে জড়িত। পৃথিবী নামক গ্রহটি বাঁচিয়ে রাখতে বৃক্ষের প্রয়োজন সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই সবুজায়নের উপর জোর দিয়ে নানা পদক্ষেপ নিয়েছেন। সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত আরা বেগম, সংগঠনের উপদেষ্টা লায়ন ইসমত আরা বেগম, সহ-সভাপতি ফরিদা আক্তার ও নুরজাহান আক্তার। আরো উপস্থিত ছিলেন বিজয়কেতনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার রেখা, অর্থ সম্পাদক মেহেরুন্নেছা জেসি, সহ-সাংগঠনিক সম্পাদক আনিকা তাসনিম, দপ্তর সম্পাদক শাহীন আকতার, প্রচার সম্পাদক মোরশেদা আকতার, পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুন নাহার, বিজয়কেতন বিদ্যানিকেতনের শিক্ষিকা জেসমিন আকতার, সদস্য আমেনা আকতার কলিসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












