সৃষ্টির প্রারম্ভ থেকে সমস্ত বিশ্বাস, জনশ্রুতি, চরিত্রনীতিতে নিঃস্বার্থ ভালবাসার সর্বশ্রেষ্ঠ নিরাপদ আশ্রয় একমাত্র মা। পৃথিবীর আর কোথাও এত সুখ, এত আনন্দ, এত ভালবাসা নেই। স্বর্গের চেয়ে অধিক সুখ যদি কিছু থাকে তবে তা মায়ের কোলে সন্তানের।সন্তানের অন্তর্যামী মা। স্কুল থেকে বাড়ি ফিরলে মা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে দেন,কী হয়েছে, চোখমুখ এমন দেখাচ্ছে কেন,নিশ্চয়ই মাষ্টার ধমক দিয়েছেন,অথবা শরীরে কোথাও চোট লেগেছে। সন্তান তখন অবাক হয়ে মা’র কাছে জানতে চায়, এতসব মা জানলো কী করে। আবার কখনো সন্তানের উৎফুল্লতায় মা বলেন নিশ্চয়ই প্রতিযোগিতায় প্রথম পুরস্কারের প্রাপ্তি ঘটেছে।সন্তানের চোখমুখ দেখে,নড়াচড়া, চালচলন দেখেই মা বুঝে ফেলেন শরীর সুস্থ নাকি অসুস্থ। সন্তানের মনের সবকথা মা কীভাবে বোঝেন, দূরে থাকলে কীভাবে মা বলেন, বুক এতোটা ধরফর করছে কেন, হাহাকার লাগছে কেন, নিশ্চয়ই সন্তানের কোন বিপদ ঘটেছে। মাতৃগর্ভে একই নাড়ির বাঁধনে সন্তান তিল তিল করে বেড়ে উঠে, একই নাড়ির বাঁধনে থেকে খাদ্যরস গ্রহণ করে পরিপূর্ণ হয়। ভূমিষ্ট হবার সময় সেই নাড়ি ছিন্ন করা হয়। তাইতো সন্তানকে বলে মায়ের নাড়ি ছেঁড়া ধন। ঈশ্বর প্রদত্ত এই নাড়ির টান পৃথিবীর অন্যান্য সকল টান থেকে শ্রেষ্ঠ। মা যখন স্বর্গবাসী হন তখন তাঁর সন্তানের মনে হয় মায়ের আত্মা ওই আকাশে মিলিয়ে গেছে। শৈশবে মাতৃহীন অনেক শিশু পিতৃছায়ায় বেড়ে উঠলেও, দেখা যায় অনেক শিশুর জীবন হয়ে উঠে মাতৃস্নেহ বঞ্চিত নিঃসঙ্গ অন্ধকারময়। মাতৃহীন শিশুর প্রতি অনেকেই সহানুভূতিশীল হয়ে সন্তানের মনের অন্ধকার কিছুটা লাঘব করতে চেষ্টা করে।
মমতাময়ী মায়ের কোলজড়ানো অমৃতসুখের সন্ধান কেউ দিতে পারে না। সমবেদনা, বহুবিধ সুখ, শান্তি, জ্ঞানের দীপ্তি পৃথিবীতে দান করার মতো অনেকেই থাকে। কিন্তু সন্তানের জন্য কেউ মায়ের মতো নিঃস্বার্থভাবে ভালবাসা, স্নেহ আশীর্বাদ দিতে পারে না। পৃিথবীতে মায়ের কোনো বিকল্প নেই।