পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে : ট্রাম্প

পাকিস্তানসহ একাধিক দেশ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, আমাদেরও দরকার ভেনেজুয়েলায় যুদ্ধের সম্ভাবনা নেই, তবে মাদুরোর দিন ফুরিয়ে আসছে

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

যেসব দেশ নিয়মিত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে তার মধ্যে এমনকী পাকিস্তানও আছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রেরও নিয়মিত এ ধরনের পরীক্ষা চালানো দরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে গত সপ্তাহে তার নির্দেশের পর এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তার মধ্যেই সিবিএস নিউজে দেওয়া সাক্ষাৎকারে তার এ কথা এল। ট্রাম্প বলছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তানসহ একাধিক দেশ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, সে কারণেই ‘যুক্তরাষ্ট্রও যদি চালায় তাহলে তা যথোপযুক্ত হয়’। আমরা পরীক্ষা চালাতে যাচ্ছি, কারণ তারাও পরীক্ষা চালায়, অন্যরাও চালায়। অবশ্যই উত্তর কোরিয়া পরীক্ষা চালায়। পাকিস্তান চালায়বলেন ট্রাম্প। খবর বিডিনিউজের।

পসাইডন আন্ডারওয়াটার ড্রোনসহ সমপ্রতি একাধিক পারমাণবিক শক্তিধর অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এর পাল্টায় ট্রাম্পও ‘পারমাণবিক অস্ত্র ফাটানোর’ সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে রাশিয়া, চীনের সঙ্গে উত্তর কোরিয়া ও পাকিস্তানকে টানেন। তিনি বলেন, আপনি দেখেছেন এটা কীভাবে কাজ করে। আমি পরীক্ষা চালাতে বলেছি কারণ রাশিয়াও ঘোষণা করেছে যে তারা পরীক্ষা চালাতে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, দেখবেন উত্তর কোরিয়াও নিয়মিত পরীক্ষা চালাচ্ছে। অন্য দেশগুলোও পরীক্ষা চালাচ্ছে। আমরাই একমাত্র দেশ যারা পরীক্ষা চালাচ্ছি না। আমি এরকম একমাত্র দেশ হয়ে থাকতে চাচ্ছি না। যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যে কোনো দেশের তুলনায় ‘বেশি পারমাণবিক অস্ত্র’ আছে বলেও দাবি করেছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট। বলেন, ‘নিরস্ত্রীকরণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে এমন পারমাণবিক অস্ত্র রয়েছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা যায়। রাশিয়ার কাছেও অনেক অস্ত্র আছে, আর চীনও দ্রুত সেগুলো বাড়াচ্ছে।’

ভেনেজুয়েলা : এদিকে ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করেছেন ট্রাম্প। তবে দেশটির প্রেসিডেন্ট পদে নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর ‘সিঙটি মিনিটস’ প্রোগ্রোমে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কিনাএমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধ হবে বলে আমি মনে করি না। তবে তারা আমাদের সঙ্গে ভাল ব্যবহার করছে না। ভেনেজুয়েলায় বিশেষ করে প্রেসিডেন্ট মাদুরর দিন হাতে গোনা কিনা জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, আমি বলব হ্যাঁ। আমি তাই মনে করি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ ট্রাম্পের। তবে মাদুরো এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। সমপ্রতি ভেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় দেশটিতে এমন শঙ্কাই জোরাল হচ্ছে যে, এই সামরিক তৎপরতার মধ্য দিয়ে ট্রাম্প তার দীর্ঘদিনের বিরোধী শাসককে (মাদুরো) ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছেন।

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় সেনা মোতায়েন অথবা বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প নিহত ২০, কয়েকশ আহত