লোহাগাড়া ও চন্দনাইশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ মোট ৭ জন। লোহাগাড়া প্রতিনিধি জানান, চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কায় আনোয়ার হোসেন শুভ (২৬) নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি নরসিংদী পৌর এলাকার মৃত মুজিবুর রহমানের পুত্র। এ ঘটনায় নারীসহ মাইক্রোবাসের ৭ যাত্রী আহত হয়েছেন। রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার মোহাম্মদ নুরু, মোবারক হোসেন, কফিল উদ্দিন, নাজমা আক্তার, নাদিয়া আক্তার, রঞ্জনা আক্তার ও মোছাম্মৎ বৃষ্টি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, নরসিংদী পৌর এলাকা থেকে ১০ জনের একটি দল মাইক্রোবাস যোগে ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। দুমড়ে-মুচড়ে গেছে মাইক্রোর সম্মুখভাগ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ডিউটি কর্মকর্তা এসআই মো. বাবুল মিয়া জানান, কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় রিয়াজ উদ্দিন (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল ৪ টার দিকে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মীর আহমদের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়ভাবে জানা যায়, গতকাল বিকেলে রিয়াজ উদ্দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে স্বজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাসটি আটক করে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।