পৃথক অভিযান : ২৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৮

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৪:৩৬ পূর্বাহ্ণ

শনিবার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়ার মো. বাবুলের ছেলে মো. রিফাত (২০), একই এলাকার মোছা. শাহিদা বেগম (৪২), টেকনাফের লালমিয়ার ছেলে মো. হাশিম (২৭), নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আলাল খান (২৫), বরগুনার মো. হারুনুর রশিদের ছেলে সাজিদ আকন্দ (২৮), টেকনাফের মৃত রসধমব মকবুল আহমেদের ছেলে ছব্বির আহমেদ (২৫), রামুর আবুল বক্করের মেয়ে ফাতেমা বেগম (৩০) ও টেকনাফের মো. সোনামিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)। অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত ও শাহিদা বেগমকে কর্ণফুলীর ১৫নং ঘাট থেকে, হাশিমকে হাটহাজারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয। আর আলাল খান, সাজিদ আকন্দ, ছব্বির ও ফাতেমাকে বাকলিয়ার শাহ আমানত সেতু এবং সাইফুলকে বাকলিয়া এলাকার মেরিনার্স রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদ্রকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক রাশেদুজ্জামান। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর