নগরীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় চার হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার কোতোয়ালী মোড় ও নতুন ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কঙবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার মৃত এখলাস মিয়ার ছেলে ইসমাইল এবং টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত জাফর আহমদের স্ত্রী নুরজাহান (৬০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিদর্শক মোজাম্মেলক ও সিরাজুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম নগরীর কোতোয়ালী মোড়ে অভিযান চালিয়ে এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মো. ইসমাইলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। অন্যদিকে নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৯০৫টি ইয়াবাসহ নুরজাহান নামের আরেক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান দৈনিক আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী ও নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৯০৫ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তন্মধ্যে একজন রোহিঙ্গা নারী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে।