পূর্ব সাতবাড়িয়া ওয়াহেদ মাস্টার বাড়ি সড়কের উদ্বোধন

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে গতকাল পূর্ব সাতবাড়িয়া শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার বাড়ী সড়কের উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়ন করছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা পরিষদ হতে চন্দনাইশের প্রান্তিক জনপদের ছোটখাট সড়ক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ২০২২২৩ অর্থ বছরের ২য় ও ৩য় পর্যায়ে প্রায় ১ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ এর নেতা শাখাওয়াত হোসেন শিবলী, এ্যাড. নাসির উদ্দিন, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল আলিম, আওয়ামী লীগ নেতা মু: বেলাল হোসেন মিঠু, জাহাঙ্গীর আলম মেম্বার, দোহাজারীর কাউন্সিলর মোঃ ইদ্রিস, সাতবাড়িয়া আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, আবু হানিফ, আবদুর রহিম, চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা কাজী খোরশেদুল আলম, আবদুল গাফফার সুমন, ..ম খোরশেদুল আলম লিটন, জমির উদ্দিন সোহেল, আকতার হোসেন, নেছার, সাইফুল ইসলাম শাকিল, সাদ্দাম হোসেন টিপু, মিনহাজ উদ্দিন, ইলিয়াছ চৌধুরী বাবর, মোহাম্মদ হোসাইন, মো. মামুন, রিয়াদ হোসেন ও মো. ইয়াছিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ কর উপদেষ্টা লুৎফর রহমানের ২৩তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার