পূর্ব মাদারবাড়ীতে সালাতুসালাম মাহফিল

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

গতকাল শুক্রবার পূর্ব মাদারবাড়ীতে ঈমানী সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া আলোচক আল্লামা মুফতি রেজাউল কাউসার, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরী, হাফেজ মাওলানা মো. হোছাইন আল কাদেরী, মাওলানা মো. আব্দুল খালেক আল কাদেরী, মো. বাহাদুর মিয়া ও অসংখ্য ওলামায়ে কেরাম।

মাওলানা দেলোয়ার আহসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান মেহমান বলেন, সর্ব বাতিলের আঁধার থেকে মুক্তির দিশারী ও সংগ্রামের ধারক আওলিয়া কেরাম এবং সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম। বক্তারা আরও বলেন, দ্বীনের প্রকৃতধারা তথা আওলিয়া কেরামের নির্দেশিত পূর্ণাঙ্গ পথের পুনরুজ্জীবন এবং মিল্লাত ও মানবতার স্বাধীনতার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মত প্যারিসের আকাশে ড্রোন ট্যাক্সি
পরবর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে মৃত্যু দুইশ ছুঁইছুঁই