নগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকায় আগুনে ২৬টি কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে একটি সেমিপাকা ও বাকিগুলো কাঁচা ঘর ছিল। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোর রাতে পূর্ব মাদারবাড়ির সাহেব পাড়া বড় মাইল্লার বিল বস্তিতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আজাদীকে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আধ ঘণ্টার চেষ্টায় আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। আগুনে ২৬টি কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে।












