পূর্ব পাঁচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

পটিয়ায় পূর্ব পাঁচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ গত বুধবার বিদ্যালয়ের শেষ রাসেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার গিশা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বন্দনা দে।

আলোচনা অংশ নেন মো. ফরিদ উদ্দিন, মো. বেলাল হোসেন, দিপা সরকার, কায়সার হামিদ ও মনিরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন আবদুল কাদের, আবুল হোসেন, আবদুল গফুর, নুরুল আজিম, ফারজানা আক্তার,নাসরিন আক্তার প্রমুখ। পরে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ