পূর্ব ছোটপোল সমাজ পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

পূর্ব ছোটপোল সমাজ পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা ছোটপুল দেওয়ান আলী সওদাগর জামে মসজিদ সংলগ্ন মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কামালউদ্দিন সর্দারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, সাবেক কাউন্সিলর আবুল হাসেম, পশ্চিম বেপারি পাড়া সমাজ কমিটির সভাপতি মো. সেকান্দর।

পূব ছোটপুল সমাজ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শহিদুল আলম বাবুল, সাবের আহমদ, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহীদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক একে আজাদ প্রমুখ।

সভার দ্বিতীয় পর্বে পূর্ব ছোটপুল সমাজ পরিচালনা পরিষদের আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনারগনকে সংগঠনের গঠনতন্ত্র এবং ভোটার তালিকা হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধরাসেশ্বর ভট্টাচার্য্য