পূর্ব খুলশী আবাসিক এলাকা সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৭ পূর্বাহ্ণ

ওয়ার্ডের রাস্তা ঘাট,নালা থেকে শুরু করে প্রতিটি অলিতে গলিতে এখন উন্নয়ন দৃশ্যমান। এই উন্নয়নকে টেকসই করতে এখন প্রয়োজন সকলের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা। এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এলাকাবাসীর সচেতনতার বিকল্প নেই। যত্রতত্র ও নালায় ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। এতে চলমান উন্নয়নের সুফল শতভাগ ভোগ করতে পারবে এলাকাবাসীই। গতকাল শনিবার ৮নং শুলকবহর ওয়ার্ড আওতাধীন পূর্ব খুলশী আবাসিক এলাকাস্থ চেমনবাগ সড়ক ও চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম উল্লেখিত কথাগুলো বলেন। উদ্বোধন প্রাক্কালে এলাকাবাসীর সাথে সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির সভাপতি আমির খান, মসজিদের মোতোয়াল্লী নাছির আহমেদ,এস.এম.খালেদ বাবলু, আব্দুস সালাম, সেলিম খান, মো. ইদ্রীস মিয়া, আব্দুল হাকিম, আব্দুর রব সোহেল, মো. মান্নান আহমদ, আব্দুল মোতালেব, নুরুল আবছার, আব্দুল করিম, কবির আহমদ, মো. সিকদার, ইফতেখার হোসেন, মুজিবুর রহমান, মো. ইকবাল, মো. পারভেজ আহমেদ, আব্দুল আলীম, মো. শহীদুর রহমান, মোশাররফ হোসেন, মো. দিদার, মো. নয়ন, মো. নাসির, মো. খাজা মঈনউদ্দীন টিটু, মো. খালেদ, মো. জব্বার, মো. জাহেদ, মো. সুজন, মো. বাদশা, মো. সুরুত, মো. ইউছুফ, মো. পারভেজ, আব্দুল আজিজ, মো. রাকিব, শাহরিয়ার নিজাম, বোরহানুল আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ভিলেজ পলিটিক্সের’ অভিযোগ আনলেন ফরিদ মাহমুদ
পরবর্তী নিবন্ধউখিয়ায় মিনি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, হতাহত ৭