আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম উপায়, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হলো মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ এমন একটি কাজ যার সওয়াব মৃত্যুর পরও চলতে থাকে। যতদিন সেই মসজিদে ইবাদত হয়, ততদিন নির্মাণকারী সওয়াব পেতে থাকে। এই কাজে অংশ নেওয়া মানে আল্লাহর পথে সম্পদ ব্যয় করা, যা কবরেও লাভবান করে।
গত ২৬ ডিসেম্বর নগরীর বায়েজিদের জালালাবাদ পূর্ব কুলগাঁও শাহ আমানত হাউজিং সোসাইটিতে হেদায়েত আলী চৌধুরী জামে মসজিদে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহসুফি মুহাম্মদ ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদী এসব কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। সভাপতিত্ব করেন শাহ আমানত হাউজিং সোসাইটির সভাপতি মুহাম্মদ জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ ইদ্রিচ চৌধুরী, মুহাম্মদ রাশেদুল আলম ও মুহাম্মদ শামসুল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।











