পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দিলেন পুতিন

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্ক ও লুহানস্কে ‘শান্তি রক্ষার জন্য’ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে তিনি ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া ওই অঞ্চল ২টিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গতকাল এক দীর্ঘ টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। পূর্ব ইউক্রেনকে প্রাচীন রাশিয়ার ভূমি ছিল বলেও মন্তব্য করেন তিনি। ঠিক কত সংখ্যক সৈন্য সেখানে পাঠানো হবে তা রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেননি। তবে বলেছেন যে এখন সেখানে সেনা ঘাঁটি তৈরির অধিকার রাশিয়ার রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, মস্কো সমর্থিত বিদ্রোহী নেতাদের সঙ্গে নিয়ে পুতিন স্ব-ঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিপত্রে সই করছেন।

সেসময় তিনি সেই অঞ্চল ২টির সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি করেন।

পূর্ববর্তী নিবন্ধএক মাস পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধআর জ্ঞান ফিরবেনা রক্তিমের