পূর্বের নিয়মে গৃহকর আদায় এবং করবিধি সংস্কারের উদ্যোগ নেয়ার জন্য সিটি মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ। মেয়রের উদ্দেশে তারা বলেন, ভাড়ার ভিত্তিতে নয়, সংস্কারের মাধ্যমে আয়তনের ভিত্তিতে গৃহকর নিন। ১৯৮৬ সালের গৃহকর আইন বাতিল ও বাড়ি ভাড়ার পরিবর্তে আয়তনের উপর গৃহকর ধার্যের দাবিতে মাসব্যাপী ওয়ার্ড অভিযাত্রার দ্বিতীয় দিনে এসব কথা বলেন তারা। গতকাল ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডে কর্মসূচি পালিত হয়েছে। ৩৯ নং ওয়ার্ডের এমপিবি গেট, নিউমুরিং তক্তার পুল, ইপিজেড, ফ্রি পোর্ট; ৩৭-৩৮ নং ওয়ার্ডের মধ্যম হালিশহর, ওয়াসিল চৌধুরীপাড়া, আমতল কলসি দিঘি, বাকের আলী ফকিরের টেক, চান্দারপাড়া, আনন্দ বাজার, মুনির নগর, চৌচালা, কৈশ্যাপাড়া, ভেন্ডা চৌধুরী পাড়া, মুন্সী পাড়া, ১ নং সাইট আদর্শপাড়া, হামজার দিঘি, মধ্যম হালিশহর, ধুপপোল লোহার পোল, পুরান ডাকঘর, ইশান মিস্ত্রির হাট; ৩৬ নং ওয়ার্ডের নিমতলা, গোসাইলডাঙ্গা, কালীবাড়ি, বেচাশাহ লেইন পরিক্রমণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় তারা প্রচারপত্র বিতরণ, পথসভা ও স্থানীয় ভবন মালিকদের সাথে মতবিনিময় করেন।
পথসভায় নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ দুর্নীতির সূতিকাগারে পরিণত হয়েছে। মেয়র নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের সব জায়গায় ব্যর্থ হলেও চট্টগ্রামবাসীর উপর দুর্ভোগ সৃষ্টিতে পারঙ্গম। আপিলের নামে কর্পোরেশন ঘুষ বাণিজ্য করে চট্টগ্রামবাসীকে পথে বসিয়েছেন। এসবের বিহিত না করে মেয়র কাউন্সিলরদের মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে আপিল বাণিজ্যের হাট বসানোর তোড়জোড় শুরু করেছেন। এর মধ্য দিয়ে ঘুষ-বাণিজ্যের শিকার হয়ে চট্টগ্রামবাসী পুনরায় দিশেহারা হবেন।
অভিযাত্রায় উপস্থিত ছিলেন করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিন, পরিষদের নেতা হাজি হারুনুর রশীদ, মফিজুর রহমান, আরশাদ হোসেন, মুন্না খান, আল আমিন, মোজাম্মেল হোসেন জ্যাকি ও সাইফুদ্দিন মুন্না।