পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে ভরাট করা হচ্ছে গুনাগরি পাহাড়

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৪:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালী কালীপুর ইউনিয়নের গুনাগরি (খেদা মুড়া) পাহাড় কাটা হয় ২০১১ সালে। আদালতের আদেশে সেই গুনাগরি কাটা পাহাড় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে ভরাট কাজ শুরু করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল থেকে ১৫/২০টি ট্রাক নিয়ে শতাধিক শ্রমিক এ মাটি ভরাটের কাজ করছে। প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে চলমান এ কাজ তদারকি করছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও সহকারি কমিশনার (ভূমি ) মোহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী। জানা যায়, ২০১১ সালে ‘বাঁশখালীতে পাহাড় কেটে ৬ মাসে ২৬ হাজার ট্রাক মাটি বিক্রি’ নামে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে তা নিয়ে
হাই কোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এর প্রেক্ষিতে কাটা পাহাড় ভরাট করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার আদেশ হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, হাই কোর্টের নির্দেশনা বাস্তবায়নে কেটে ফেলা গুনাগরি পাহাড়ের ভরাট কার্যক্রম শুরু করা হয়েছে। পাহাড়ের পূর্বের রূপ ও অবয়ব ফিরিয়ে আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৩৯ ইউপিতে নির্বাচন কাল
পরবর্তী নিবন্ধমগনামার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল