শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র ২০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে নানান আয়োজনের দ্বাদশ পর্বে শিল্পোৎসবের উদ্বোধন করেন ৫ শতাধিক শিশু কিশোর। গত বুধবার শিল্পোৎসবের কথামালা পর্বে সাতকানিয়া পৌরসভার মেয়র কবি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। কথামালায় অংশ নেন স্থপতি আশিক ইমরান, আবিদা আজাদ, প্রকাশক নুরুল আবসার।
কথামালা শেষে সমবেত গিটারের মূর্ছনায় শুরু হওয়া উৎসবের সাংস্কৃতিক পর্বে একে একে পরিবেশিত হয় দলীয় নৃত্যে, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, বাউল সংগীত, আধুনিক সংগীত, দলীয় আবৃত্তিতে, তবলার লহরায় শিল্প বন্দনা। নৃত্যের নানান ধারার পরিবেশনায় নির্দেশনা দেন পূর্বা’র সাধারন সম্পাদক শ্রাবনী ভট্টাচার্য্য ও সাংগঠনিক সম্পাদক প্রান্তি ভট্টাচার্য্য। কথামালা পর্বে অতিথিরা বলেন, গত বিশ বছর যাবত নৃত্য–গীত–কবিতা–যন্ত্রসংগীত সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে পূর্বা। প্রেস বিজ্ঞপ্তি।