পূর্বাঞ্চলের শেষ মুক্ত শহরে ঢুকে পড়েছে রুশ বাহিনী

সেখান থেকে সরে যেতে পারে ইউক্রেনীয় সেনা

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

 

 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের শেষ এলাকাটি দখল করে নিচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর ঘেরাও থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের বাহিনীকে হয়তো সেখান থেকে সরে যেতে হতে পারে।

পূর্বাঞ্চলে রাশিয়ার বাহিনীগুলো অগ্রগতি অর্জন করতে থাকায় তিন মাস বয়সী ইউক্রেন যুদ্ধের গতি পরিবর্তিত হয়ে যাচ্ছে। পূর্বাঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করা হলে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি দখলের লক্ষ্যের কাছাকাছি নিতে পারে বলে মন্তব্য করেছে। খবর বিবিসি ও বিডিনিউজের। একত্রে দনবাস নামে পরিচিত এই দুই এলাকায়ই পুতিনের বাহিনী অগ্রগতি অর্জন করেছে। লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, রাশিয়ার সেনারা বেশ কয়েকদিন ধরে সিয়েভিয়ারোদোনেৎস্ক শহরে ইউক্রেনের সেনাদের ফাঁদে ফেলার চেষ্টা করার পর সেখানে প্রবেশ করেছে। দনবাস অঞ্চলে এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বৃহত্তম শহর সিয়েভিয়ারোদোনেৎস্কের ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাইদাই জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএবার আমেরিকায় বার্থডে পার্টি লক্ষ্য করে গুলি
পরবর্তী নিবন্ধপতেঙ্গা সমুদ্র সৈকত ক্ষতিগ্রস্ত দোকান মালিক পুনর্বাসন কমিটির মানববন্ধন