পূর্বকোণের বর্ষপূর্তিতে শুভেচ্ছা ওয়াহিদ-দিলরুবা-রাব্বী পরিষদের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের প্রার্থী ওয়াহিদদিলরুবারাব্বী পরিষদের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিষদের নেতৃবৃন্দ পূর্বকোণের ৪০ বছরে পদার্পণে এ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ওয়াহিদদিলরুবারাব্বী পরিষদ নেতৃবৃন্দ। পরিষদের সভাপতি প্রার্থী ওয়াহিদ মালেকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মোহাং তৈয়ব সিকদার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী খান, সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (রুপক), তাজুল ইসলাম কামাল, মহিউল ইসলাম (বুড্ডু), মোহাম্মদ ইফতেখারুল হক চৌধুরী (রানা) ও ব্যারিস্টার আ ল ম মিসবাহুল মুনির (লুবাব)। এতে সোসাইটির আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে নেতৃবৃন্দ সকলের সার্বিক সহায়তা কামনা করেন। তাঁরা বলেন, সোসাইটির স্বার্থরক্ষা, সার্বিক উন্নয়ন, সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যেই তাঁরা নির্বাচনে প্রার্থী হয়েছেন। নেতৃবৃন্দ সোসাইটির হারানো ইমেজ পুনরুদ্ধারসহ বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে পরিষদের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধনিয়োগ চেয়ে ফের শাহবাগে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা
পরবর্তী নিবন্ধএবার ভারত হাসিনাকে ফেরত দেবে, আশা ফখরুলের