পূর্ণেন্দু বিকাশ চৌধুরী পথিকৃৎ এক আইনজীবী

স্মরণসভায় বক্তারা

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৪৯ পূর্বাহ্ণ

ভারতীয় উপমহাদেশে বিচারপতি কর্তৃক অনেক মামলার রায় প্রভাবিত হয়েছে ভালো, প্রাজ্ঞ আইনজীবীর যথাযথ উপস্থাপনা, সুন্দর বাচনভঙ্গি, বস্তুনিষ্ঠ যুক্তি ও ক্ষুরধার বিতর্কের দ্বারা। প্রয়াত পূর্ণেন্দু বিকাশ চৌধুরী ছিলেন তেমনই একজন বহুমাত্রিক বিচক্ষণ লোক। পূর্ণেন্দু বাবু শুধু নিজেকে আইনাঙ্গনে সীমাবদ্ধ না রেখে বহু সামাজিক, মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মানুষের কাজ করে গেছেন। তাই তাকে বিজ্ঞ আইনজীবীগণ অনুকরণ-অনুসরণ করতে পারলেই হবে শোকসভার সার্থকতা।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে বেলা ৩ টায় ২১শে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক কবি আবুল মোমেনের সভাপতিত্বে পূর্ণেন্দু চৌধুরী নাগরিক শোকসভা কমিটি আয়োজিত স্মরনানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। কবি আবুল মোমেন বলেন, এড. পূর্ণেন্দু বিকাশ চৌধুরী শুধুমাত্র একজন আইনজীবী নয়, সর্বাঙ্গীন একজন ভালো মানুষ ছিলেন। তার আদর্শ বর্তমান প্রজন্ম অনুকরণ করতে পারলেই আলোকিত সমাজ গঠিত হবে। স্মরণানুষ্ঠানে প্রয়াত এড. পূর্ণেন্দু বিকাশ চৌধুরী স্মারক গ্রন্থ ও শোকাঞ্জলি প্রয়াতের পরিবারবর্গকে প্রদান করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক সদস্য এড. মুজিবুল হক এতে স্বাগত বক্তব্য রাখেন। শোক সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্‌নেছা, ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ সরোয়ার আলম, ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়া উদ্দীন, মহানগর ঐক্য পরিষদ সভাপতি ইঞ্জি. পরিমল কান্তি চৌধুরী, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সভাপতি দুলাল কান্তি মজুমদার, ঐক্য পরিষদ দক্ষিণ জেলা সভাপতি তাপস হোড়। সভায় বক্তব্য রাখেন এড. দেলোয়ার হোসেন চৌধুরী, এড. আনোয়ারুল কবির চৌধুরী, এড. কফিল উদ্দিন চৌধুরী, এড. রতন রায়, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এড. সৈয়দ মোকতার আহমদ, অধ্যাপক নারায়ণ চৌধুরী, এড. অনুপম চক্রবর্ত্তী, এড. আনোয়ার আজিম খায়ের, এড. তিলক চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন এড. হুমায়ুন আকতার মোস্তাক, এড. নজমুল আহসান খান আলমগীর, এড. আকতার কবির চৌধুরী, এড. মনতোষ বড়ুয়া, এড. অশোক দাশ, এড. আইয়ূব খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিটুপি-রয়েল টিউলিপ সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব