পূর্ণিমা দাশ

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:১৪ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘বর্নালী’র প্রতিষ্ঠাতা সভাপতি, উদয়ন সংঘের সাবেক সভাপতি, গ্রাম ভাটি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সরোজ কান্তি দাশের সহধর্মিণী পূর্ণিমা দাশ (৪৫) গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার রাতেই নগরীর বলুয়ার দিঘীর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। পূর্ণিমা দাশের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গ্রাম ভাটির প্রতিষ্ঠাতা প্রবীর দাশ পুজন, উদয়ন সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার সনজিত বৈদ্য পিন্টু, সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত, তন্ময় দাশগুপ্ত পিকলু, অসীশ চৌধুরী, প্রমীজ বৈদ্য রুবেল, মো. নাজিম উদ্দিন, শিমুল দাশ, উজ্জ্বল দাশ, সানু দাশ, পংকজ বৈদ্য সুজন, মানস দাশ মানু, বর্নালীর সালাউদ্দীন কবির সুমন, খাইরুল বশর, লায়ন কামরুল হাসান বাচ্চু, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমো. সাহাবুদ্দিন চৌধুরী
পরবর্তী নিবন্ধজয়নাল আবেদীন