পূর্ণিমা আবার করোনাভাইরাসে আক্রান্ত

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পূর্ণিমা আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে এক ফেইসবুক পোস্টে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি, চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন পূর্ণিমা। পোস্টের কমেন্ট বক্সে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, জায়েদ খান, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকসহ অনেকে। খবর বিডিনিউজের।

এর আগে ২০২০ সালের অক্টোবরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত বছরের শেষ দিনে মুক্তি পেয়েছিল পূর্ণিমা অভিনীত সিনেমা ‘চিরঞ্জিব মুজিব’, এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করেন তিনি। বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন এ অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধদেশে ৯ কোটি টিকা মজুদ রয়েছে
পরবর্তী নিবন্ধশিল্পকলায় ‘হাজার বছর ধরে’