পুরনো আমলের একটা স্টুডিও। সেটার দেয়ালজুড়ে আঁকা নানা ধরনের চিত্র। এমন এক স্টুডিওতে দাঁড়িয়ে আছেন দুজন তারকা। চলচ্চিত্র তারকা পূর্ণিমা ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। এমন একটা পুরনো স্টুডিওতে দুজনের দাঁড়িয়ে থাকা দুটি ছবি। গতকাল ফেসবুকে আপলোড করেছেন সাজু খাদেম। ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে ছুড়ে দিয়েছেন একটি প্রশ্ন, শেষ কবে এইভাবে স্টুডিওতে গিয়ে ছবি তুলেছেন…? আশি–নব্বইয়ের দশকের যে কেউ এমন স্টুডিও দেখলে নস্টালজিক হয়ে যাবেন। হয়েছেও তা–ই। অনেকেই ছবির নিচে এসে মন্তব্যর ঘরে পুরনো স্মৃতি রোমন্থন করছেন।