কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া গ্রামে বিগত ২০ বছর পূর্বে ২০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, সোনাইমুড়ী, সেনবাগ উপজেলার সাধারণ মানুষের আশা ছিল হাসপাতালটির ফলে এখানকার মানুষের স্বাস্থ্যসেবাসহ সব কিছুই উন্নত সেবা পাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। পুরোদমে চালু না হওয়া, অপরিষ্কার, অব্যবস্থাপনা থাকায় এখানকার টয়লেট, বেসিনসহ আঙ্গিনা আবর্জনা এবং নোংরায় ভর্তি। স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশই যেন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হতে পারতো, কিন্তু দীর্ঘদিন অযত্ম অবহেলায় থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশ কয়েকবার স্থানীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে পরিষ্কার করা হলেও আবার একই অবস্থা দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানের আঙ্গিনাসহ সব জায়গা। এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, এই হাসপাতাল পুরোদমে চালু হলে এখানকার সাধারণ মানুষের পাশাপাশি আশেপাশে কয়েক লাখ মানুষ উপকৃত হবে। বিষয়টি যেন সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ নজরে আনেন।
আজিম উল্যাহ হানিফ
দক্ষিণ শাকতলী, নাঙ্গলকোট, কুমিল্লা।