পূর্ণাঙ্গ কমিটি পেল ছাত্রদল

| রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

আংশিক কমিটি গঠনের সাড়ে তিন মাস পর ছাত্রদলের ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। গতকাল শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ৪১ জন সহ সভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ১১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক এবং সহ সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকীয় বিভিন্ন পদ রয়েছে। খবর বিডিনিউজের।

গত ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এই আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মোহা. জাহাঙ্গীর আলম ও প্রচার সম্পাদক(যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ।

এর আগে ওই দিনই ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে বিএনপি।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীর বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেনজীর
পরবর্তী নিবন্ধপটিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ