বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১২ দফা দাবিতে মানববন্ধন গত ২৯ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা প্রাথমিক শিক্ষা পরবর্তী সুনির্দিষ্ট জাতীয় পরিকল্পনার ভিত্তিতে শিক্ষা জাতীয়করণ এবং আসন্ন বাজেটে খণ্ডিত উৎসব ভাতার পরিবর্তে পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং জীবনযাত্রার সীমাহীন ব্যয় বৃদ্ধিতে শিক্ষকদের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানানো হয়। সভায় সংহতি প্রকাশ করেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। মহানগর বাকশিসের আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, কেন্দ্রীয় সহ–সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, কাজী মাহবুবুর রহমান, সুকুমার দত্ত, আবু জাফর সিদ্দিকী, শিব প্রসাদ, অধ্যক্ষ আবু তৈয়ব, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমদ, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যক্ষ শিব শংকর শীল, অধ্যক্ষ আবুল কাশেম, উপাধ্যক্ষ হাসিনা খানম, আবু তাহের, আবু বকর সিদ্দিকী, এস এম তৈয়ব, খোরশেদ আলম, বিকিরণ বড়ুয়া, সঞ্জীব সেন গুপ্ত, ফোরকান উদ্দিন লাহেরী, নাছরিন বেগম, সোহানা শারমিন তালুকদার, তাসকিয়াতুন নুর তানিয়া, ববি বড়ুয়া প্রমুখ। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।