পূবালী ব্যাংক হাটহাজারী শাখার বুথ উদ্বোধন

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

পূবালী ব্যাংক পি.এল.সি হাটহাজারী শাখার অধীনে গতকাল রোববার ২২৮তম উপশাখা, চবি উপশাখা এবং ৫৩৩তম ঈজগ বুথের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আলী। বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিষ্টার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং পূবালী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক এ কেএম মাসুদ। সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিস চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন চবি উপশাখার ব্যবস্থাপক মো. রিদোয়ানুল করিম ও হাটহাজারী শাখার ব্যবস্থাপক শওকত উর রহমান। চবি উপউপাচার্য বর্তমান ব্যাংকিং খাতের অবস্থার কথা তুলে ধরে পূবালী ব্যাংকের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।এছাড়া তিনি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে একটি সুন্দর শিক্ষিত সমাজ বিনির্মানের জন্য সকলের প্রতি আহবান জানান। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আলী শিক্ষিত সমাজ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা ও অবদান কৃতজ্ঞ চিত্তে স্বীকার করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তাকর্মচারীদের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নং গেইট বাজার এলাকার গ্রাহকদের সকল প্রকার ব্যাংকিং সর্বোত্তম সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন এবং ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের জন্য একটি ইসলামিক কর্নার স্থাপনের ঘোষনা দেন। শেষে ফিতা কেটে উপশাখা ও ঈজগ বুথের উদ্বোধন ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পপতি মনসুর আলমের মৃত্যুতে নাটাবের শোক
পরবর্তী নিবন্ধকাল শাহসুফি সৈয়দ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারীর ওরশ