সাকিব আল হাসান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় গেছেন। সেখানে একটি পূজা মন্ডপে কালীপূজা উদ্বোধন করবেন তিনি। এ কারণে গতকাল দুপুর ১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। এবার ৫৯তম বর্ষে কাঁকুড়গাছি সম্মিলিত সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন মহানাগরিক ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সাকিবের জন্য চেকপোস্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভারতের আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় আসবেন সাকিব। সন্ধ্যায় পূজা উদ্বোধন করেই আবার ঢাকায় ফিরে যাবেন। এই করোনাকালে ভারতীয় দূতাবাস কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিশ্বসেরা অল-রাউন্ডারকে ভিসা দিয়েছে বলেও জানান আয়োজক।