শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন দুটি গান শ্রোতাদের সামনে আনছেন তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশ। তার একক ও দ্বৈতকণ্ঠের গান দুটি এ সপ্তাহেই ইউটিউবে মুক্তি পাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে গানের শুটিং ও সম্পাদনা। খবর বিডিনিউজের।
‘দুর্গতিনাশিনী’ নামে একক গানটির গীতিকার ডি সেন্টু। আর এতে সুর করেছেন উজ্জল সিনহা। একক কণ্ঠের গানটি কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে পাবে বলে জানান তিনি।
দুর্গাপূজা নিয়েই হৈমন্তী আরেকটি গান করেছেন কলকাতার শিল্পী আকাশ সেনের সাথে। ‘পূজো এলো’ শিরোনামে ডুয়েট এই গানটি লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। সুর এবং সংগীতায়োজন করেছেন আপন খান এবং এমএমপি রনি।
ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে এই গান পূজায় দর্শকদের মুগ্ধ করবে বলে আশা শিল্পী হৈমন্তীর। তিনি জানান, দুটি গানই পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও, যার শুটিং হয়েছে রমনা কালীমন্দিরে। ভিডিও দুটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন এবং কোরিওগ্রাফি করেছেন সারোয়ার শাকিল।