শারদীয় দুর্গাপূজার আর মাস খানেক বাকি। কলকাতার মার্কেটগুলোতে সাজ সাজ রব। আর এ সময়টাতে সেখানেই থাকবেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। পূজাতে সাজবেনও। তবে কলকাতা নয়, পরবেন ঢাকাই জামদানি। আর সেটি গুছিয়ে তুলেও রেখেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। জি-২৪ ঘণ্টাকে জানান, দুই বাংলার পূজার নস্টালজিয়া থেকে ফ্যাশন নিয়ে দারুণ রোমাঞ্চিত অভিনেত্রী। এবারের কলকাতার পুজোর জন্য বিশেষ ঢাকাই জামদানি তুলে রেখেছেন মিথিলা। প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। গত বছরের দুর্গাপূজাতেও কলকাতা ছিলেন এই অভিনেত্রী। সেবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে শাড়ি উপহার পেয়েছিলেন তিনি। অন্যদিকে, শুধু সংসার নয়, কাজ নিয়েও টলিউডে ব্যস্ত এ তারকা। দুটি ছবিতে চুক্তিবদ্ধ আছেন। ইতোমধ্যে একটির কাজ শেষও। পরিচালক রাজর্ষি দের ছবি ‘মায়া’ ছবি এটা। দ্বিতীয় সিনেমার নাম ‘আ রিভার ইন হ্যাভেন’। এটি নির্মাণ করছেন রিঙ্গো।