পূজায় সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির সভা

| শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৪:৪৪ পূর্বাহ্ণ

নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে নাঙ্গলমোড়া পূজা উদযাপন পরিষদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দীন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী মডেল থানার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এসআই সজিব, হাটহাজারী বিএনপির সাবেক সদস্য গাজী মোরশেদ উল আলম, হাটহাজারী শারদীয় পূজা উদযাপন কমিটির সদস্য সচিব উজ্জ্বল দত্ত, নাঙ্গলমোড়া শারদীয় পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিত ধর, সাধারণ সম্পাদক ডাক্তার বাসু দেব, সত্য নারায়ণ ধর, নাঙ্গমোড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হাফেজ মৌলনা ফরিদ, ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ শাহাবউদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য শফিউল আলম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো. আকতার হোসেন ভুট্টো মেম্বার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শফিউল আলম বাবুল, সদস্য সচিব মোহাম্মদ নঈম উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা শের শাহ চেয়ারম্যান, কামাল উদ্দিন, কৃষক দলের সভাপতি রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মাহমুদ, মোহাম্মদ মামুনুর রশিদ মামুন মেম্বার, ইউনিয়ন যুবদলের সংগঠক নজুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা হানিফ সওদাগর, শহিদুল্লাহ তোয়ান, দিদার উল আলম, সেলিম প্রমুখ।

সভাপতির বক্তব্যে সালাউদ্দীন আলী বলেন, আসন্ন দুর্গাপূজায় এলাকার শান্তিসম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির সহযোগিতায় হাটহাজারী থানা পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সেই সাথে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। তিনি উপস্থিত সনাতন সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে বলেন, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক আপনাদের সহযোগী হয়ে থাকবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসব ২৫ অক্টোবর শুরু
পরবর্তী নিবন্ধপেকুয়ায় অপহৃত কলেজ শিক্ষককে ফিরে পেতে পরিবারের আকুতি