পূজায় যান চলাচলে ট্রাফিক পুলিশের নির্দেশনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ও সুন্দরভাবে সম্পন্নের নিমিত্তে আজ ২০ অক্টোবর থেকে পূজারী/দর্শনাথীদের নিরবচ্ছিন্ন চলাচল ও যানজট নিরসনের লক্ষ্যে নিন্মোক্ত ট্রাফিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুর্গাপূজা চলাকালীন ট্রাফিকদক্ষিণ বিভাগের আওতাধীন মাঝিরঘাট হতে চাক্তাইখাতুনগঞ্জগামী সড়কে মালবাহী ট্রাক/ কাভার্ডভ্যান ও সকল ধরনের ভারী যানবাহন (স্টিকারযুক্ত/ স্টিকারছাড়া) আগামী ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১২টা পর্যন্ত চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুর্গাপূজা চলাকালীন নগরীর নতুন ব্রিজ থেকে মেরিন ড্রাইভ রোড দিয়ে আগত ট্রাক/ কাভার্ডভ্যানসহ সকল মালবাহী ভারী যানবাহন কাজী নজরুল ইসলাম রোড দিয়ে মাঝিরঘাট চলাচল অথবা ফিরিঙ্গীবাজারকোতোয়ালী মোড়নিউ মার্কেটস্টেশন রোডআটমার্সিং হয়ে কদমতলীর দিকে চলাচল করবে।

পূজার সময় নগরীর টেরিবাজার, বঙিরহাট মোড়, হাজারীগলি ও আন্দরকিল্লা এলাকায় দুর্গাপূজা মন্ডপে আগত পূজারী/ দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে খাতুনগঞ্জ ও আছাদগঞ্জমুখী সকল মালবাহী ট্রাক/ কাভার্ডভ্যান টেরিবাজার দিয়ে প্রবেশ না করে আমানত শাহ মাজারের সামনে দিয়ে আনসার ক্লাব হয়ে অথবা মেরিন ড্রাইভ রোড হয়ে চাক্তাই/রাজাখালী দিয়ে খাতুনগঞ্জ প্রবেশ করতে পারবে। মালামাল লোডআনলোড শেষে সকল ধরনের ভারী যানবাহন চাক্তাইমেরিন ড্রাইভ হয়ে বের হবে। তবে কোনো অবস্থাতেই টেরিবাজার এবং আমানত শাহ মাজারের সামনে দিয়ে আসতে পারবে না।

পূজার সময় মাঝিরঘাট থেকে চাক্তাই/খাতুনগঞ্জ/নতুনব্রীজ গামী ট্রাক/কাভার্ড ভ্যানগুলো সদরঘাটস্থ থানার সামনের রোড দিয়ে না গিয়ে শুভপুরকদমতলীস্টেশন রোড, নিউ মার্কেট, কোতোয়ালী মোড় হয়ে লালদীঘিপাড় আমানত শাহ মাজারের সামনে দিয়ে আনসার ক্লাব হয়ে অথবা কোতোয়ালীর মোড় ফিরিঙ্গীবাজার মেরিন ড্রাইভ রোড দিয়ে চলাচল করবে।

পূজা চলাকালীন বিকাল চারটা থেকে রাত ১২টা পর্যন্ত সকল মালবাহী ভারী যানবাহন কদমতলী থেকে নেওয়াজ হোটেলের সামনে দিয়ে আইস ফ্যাক্টরি রোডে চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

দুর্গাপূজা চলাকালীন চাক্তাইমুখী সকল ধরনের ভারী যানবাহন রাজাখালী ও চাক্তাই রোড দিয়ে প্রবেশ করবে এবং বের হওয়ার সময় চাক্তাই হয়ে মেরিন ড্রাইভ রোড ব্যবহার করবে।

দুর্গাপূজা চলাকালীন নগরীর টেরিবাজার গ্যাপে রোড ব্লক স্থাপন করা হবে। জেএমসেন হলে পূজা চলাকালীন কেবি আবদুস ছাত্তার রোডের মুখে এবং গুডস্‌ হিল (গণি বেকারী) প্রবেশ মুখে রোড ব্লক স্থাপন করা হবে। তবে রহমতগঞ্জের স্থায়ী বসবাসরত লোকজনের জন্য নিয়ন্ত্রণ শিথিল করা হবে।

প্রতিমা বিসর্জনের দিন অর্থাৎ ২৪ অক্টোবর বেলা ১২টা থেকে নগরীর ফিরিঙ্গীবাজার, কাজী নজরুল ইসলাম রোড ও মেরিন ড্রাইভ রোডে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএ কে খান থেকে নিখোঁজ স্কুলছাত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধসরকারি জায়গায় দোকান নির্মাণ, গুঁড়িয়ে দিল প্রশাসন